কাতারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আকবর হোসেন বাচ্চু, কাতার প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে কাতারে বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে এবং প্রথম সচিব নাজমুল হাসান সোহাগের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করে শুনানো হয়।
শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়
অনুষ্ঠানে দূতাবাস কর্মকর্তা বিমানের ম্যানেজার বাংলাদেশ স্কুলের অভিভাবক ছাত্রছাত্রী ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীগণ উপস্থিত ছিলেন।
শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুবাদক মোঃ আব্দুল জলিল।