রাবিতে ক্যাম্পাস চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
আবু বকর অন্তু, রাবি:
একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায় ক্যাম্পাস চলাকালে র্যাগ ডে, মাইকিং, সাউন্ডবক্স ও বাদ্যযন্ত্রসহ সকল প্রকার অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। এই আরোপ সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অন্তর্ভূক্ত থাকবে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে বিষয়টি অবগতির জন্য এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। এসব অনুষ্ঠানে একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায় ক্যাম্পাস চলাকালে (সকাল ৯টা-বিকাল ৫টা) পর্যন্ত সকল প্রকার অনুষ্ঠান, র্যাগ ডে, মাইকিং, সাউন্ড বক্স ও বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করা থেকে শিক্ষার্থীদের বিরত রাখার থাকার নির্দেশ দেয়া হয়েছে।
তবে একাডেমিক কার্যক্রম চলার বাইরের সময়ে শিক্ষার্থীরা র্যাগ ডে, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই করতে পারবেন। এক্ষেত্রে এই নির্দেশ বলবৎ থাকবে না।