মাদারীপুরে বাসের ছাদ থেকে পড়ে যাত্রী মৃত
মাদারীপুরে বাসের ছাদের থেকে পড়ে মারা যায় বিপুল বালা(৪০)নামক এক যুবক।ঘটনাটি ঘটে আজ শনিবার সকাল ১২টার দিকে। বরিশালে সড়কের মাদারীপুর সদর জেলায় ঘটকচরে এই ঘটনা ঘটে।
পুলিশ তথ্য অনুসারে যানা গেল , রাজৈর এর সাধুর ব্রীজ থেকে লুনা পরিবহনে একটি যাত্রীবহন বাসে মাদারীপুর দিকে রওনাহ বিপুল বালা (৪০)। বাসের মধ্যে জায়গা না হাওয়ার কারনে ছাদে ওঠেন বিপুল বালা । বাসটি মাদারীপুর সদর জেলার ঘটকচর এলাকায় পৌঁছানোর পর অসৎকতার অবলম্বণ করার কারনে বাসের ছাদ থেকে নিচে পড়ে যায় বিপুল বালা। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে নিয়ে যায় মাদারীপুর সদর হাসপাতালে। নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেয়।
মাদারীপুর সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন ,এ ঘটনায় থানায় কোনো লোক অভিযোগ করেননি এখনও।