উইলিয়ামসনের মনে বাংলাদেশকে নিয়ে ‘ভয়’

এবারের সফরে বাংলাদেশ প্রথমবার নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জের মুখে ফেলে হ্যামিল্টন টেস্টে। সিরিজের প্রথম টেস্টটি সফরকারীরা ইনিংস ও ৫৮ রানে হারলেও চতুর্থ দিনে পরীক্ষা নিয়েছে কিউই বোলারদের। যাতে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের কাছ থেকে সতর্কবার্তা পাওয়া কেন উইলিয়ামসনের মনে ছড়িয়েছে শঙ্কা।
যতটা সহজে জয় আসবে ভেবেছিল নিউজিল্যান্ড, তেমনটা হয়নি। মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারের সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরে বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে ফেলে স্বাগতিকদের। তাই হ্যামিল্টনের টেস্ট ইনিংস ব্যবধানে জিতলেও ওয়েলিংটনের দ্বিতীয় ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস পাচ্ছেন উইলিয়ামসন।
দ্বিতীয় ইনিংসে টেস্ট র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড বোলারদের কঠিন পরীক্ষা নিয়েছেন সৌম্য-মাহমুদউল্লাহ। ট্রেন্ট বোল্ট ৫ উইকেট পেলেও ওভার প্রতি খরচ করেছেন ৪.৩৯ রান। টিম সাউদির অবস্থাও একই। তাছাড়া নেইল ওয়াগনারের কাছ থেকেও পাওয়া যায়নি প্রত্যাশিত বাউন্সার। তাই ঘুরে দাঁড়ানো বাংলাদেশের প্রশংসাই ঝরেছে উইলিয়ামসনের কণ্ঠে। তার মতে, হ্যামিল্টনে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে পারফর্ম করেছেন, তাতে ওয়েলিংটন টেস্ট হতে যাচ্ছে আরও কঠিন।
অপরাজিত ডাবল সেঞ্চুরিতে ম্যাচসেরার পুরস্কার জেতা কিউই অধিনায়ক বলেছেন, ‘(চতুর্থ দিনে) লড়াইটা হয়েছে কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, টেস্ট ক্রিকেটে যেমনটা হয়। হ্যাঁ, আমরা ম্যাচে অনেকটা এগিয়ে ছিলাম, তবে কঠিন পরীক্ষা দিতে হয়েছে (চতুর্থ দিনে)। যেটা আসলে প্রত্যাশিতই ছিল, তাই আমরা খুব ভালো করে বুঝতে পারছি ওয়েলিংটনে আরেকটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে।’
ঘুরে দাঁড়ানো বাংলাদেশের প্রশংসাও করলেন তিনি, ‘বোলারদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে। আগের দিন (তৃতীয় দিন) যেভাবে উইকেট পড়েছিল, তাতে আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু পরের দিন বাংলাদেশ সতেজভাবে ফিরে আসে। বাংলাদেশ দারুণভাবে মানিয়ে নিয়েছিল আমাদের ট্যাকটিকসের সঙ্গে।’ ক্রিকইনফো