শেফাত উল্লাহ’র ফাঁসির দাবিতে সাতকানিয়া মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

এম এস আজিজ:::
পবিত্র আল কোরআনের অবমাননা ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তিকারী, বাংলাদেশের নব্য নাস্তিক সেফায়েত উল্লাহ’র দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে, অদ্য ২৪/৪/১৯ ইং রোজঃ- বুধবার
দক্ষিণ চট্রগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
সাতকানিয়া মডেল হাই স্কুলের সামনে থেকে মানব বন্ধন সহ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্কুলে শিক্ষার্থী ব্যানার পেস্টুন সহকারে মানববন্ধনে অংশগ্রহন করে।মনব বন্ধনে ছাত্রদের দাবি সেই নাস্তিকের ফাঁসি চাই দিতে হবে।
মানব বন্ধনে বক্তব্য রাখেন এনামুল হক, রুহুল আমিন,কাউছার ইকবাল গালিব, সহ আর ও সংগঠনের সদস্য বৃন্দ এবং মানব বন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যতারেক,বোরহান,জায়েদ,রাকিব,তাইজুল,সাদেক,সিফাত,প্রমুখ
আয়োজনেঃ-স্টুডেন অব এসোসিয়েশন। সাতকানিয়া চট্টগ্রাম