মোছলেম উদ্দীনকে বিজয় করার আহবান

চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানিয়েছে লিটন। নগরীর চান্দগাও, হক মার্কেট, বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বিকেলে গনসংযোগ কালে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারা পরিদর্শক আব্দুল হান্নান লিটন বলেছেন, কালুরঘাট সেতু নির্মান, এলাকার উন্নয়ন চাইলে নৌকা মার্কার বিজয়ের বিকল্প নাই বলে তিনি জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পরিদর্শক আব্দুল হান্নান লিটন, বঙ্গবন্ধু সৈনিকলীগ চট্টগ্রাম মহানগর সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ মঈন উদ্দীন মহসিন,বহদ্দারহাট হক মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার জাবেদ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, অর্থ সম্পাদক মো. তৌহিদ, ব্যবসায়ী নেতা শেখর দত্ত, উপস্থিত ছিলেন যুবলীগ নেতা গিয়াস উদ্দীন, জনি, শহিদ, মানিক, সোহেল প্রম্খু।