আনোয়রারার ওষখাইনে খাদ্যসামগ্রী বিতরণ

শেয়ার করুন
মুহাম্মদ আমজাদ হোসেন,আনোয়ারা প্রতিনিধি
ঘরে থাকুন, সতর্ক থাকুন, আনোয়ারা ৯নং পরৈকোড়া ইউনিয়নে ওষখাইন গ্রামে কেউ অনাহারে থাকবেন না’ এ প্রতিপাদ্য নিয়ে নভেল করোনা ভাইরাসকে কেন্দ্র করে বিশ্ব যখন আতুড়ঘরে পরিনত, খেটে খাওয়া মানুষ তখন দিশেহারা তখনই এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করা ও মধ্যবিত্ত অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য চট্টগ্রাম আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামের প্রবাসী ও এলাকার তরুণ যুবকদের সহযোগিতায় ১০০ টি মধ্যবিত্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।
ত্রানের মধ্যে ছিল ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ২কেজি চনা,২কেজি তৈল ও ১ টি সাবান । তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ৯নং পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামের এলাকার সর্বস্তরের জনগন।দেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে তাদের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মুজাহিদ জুয়েল জানান, দরিদ্র এবং হতদরিদ্র মানুষ সরকারের পক্ষ থেকে দেয়া ত্রাণ সহায়তা, পেলেও নিম্ন ও মধ্যবিত্তদের কাছে তা পৌঁছায় না। লোক লজ্জার ভয়ে এসব মানুষ কারো কাছে সাহায্যও চাইতেও পারে না। তাই বাড়ি বাড়ি তালিকা করে ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। আগামীতে শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হবে। অসহায় এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান তিনি। প্রবাসী মুহাম্মদ বেলাল বলেন-যারা আমাদের এই মানবিক উদ্যোগের জন্য যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, আর্থিক অনুদান দিয়ে,সাহায্য সহযোগিতা করছেন,তাদের কাছে আমি কৃতজ্ঞ। উল্লেখ্য যে, ভবিষ্যতে এই মহৎ উদ্যোগের মাধ্যমে মানুষের কল্যান হবে এ ধরনের সামাজিক কার্যক্রম এলাকায় চালিয়ে যাওয়া হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মুহাম্মদ সজিব (মুন্না)।
শেয়ার করুন