আনোয়ারায় অস্ত্র বিক্রিকালে অস্ত্রসহ পুলিশের হাতে আটক ২

শেয়ার করুন
আজ ১২ আগষ্ট ১২.৩০ টায় পূর্ব বরৈয়া ডেইরী পুলের উপর হতে অস্ত্র বিক্রির সময় হাতে নাতে দুইজনকে একটি দেশীয় তৈরি একনালা বন্দুক ও দুই রাউন্ড কাতুর্জ সহ গ্রেফতার করে আনোয়ারা থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক অভিযান ছিলেন এস আই খায়রুজ্জামান, এএসআই রেজাউল করিম মামুন ও এএসআই নয়নসহ সঙ্গীয় ফোর্স ।
আটককৃতরা হলো দক্ষিন সরেঙ্গা গ্রামের মৃত সিরাজ কবীরের ছেলে সাইফুল ইসলাম (২৪ ) ও অন্যজন একই গ্রামের মৃত মোঃ আলীর ছেলে মোঃ মহিউদ্দিন (২৩)।এই ঘটনায় জড়িত অপরজন পালিয়ে গেছে।
শেয়ার করুন