নগরীতে টেম্পু উল্টে মাদ্রাসা ছাত্র নিহত

শেয়ার করুন
বন্দরনগরীর সিনেমা প্যালেসের সামনে টেম্পু উল্টে মো. মহসীন মোস্তফা আরমান (২৭) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।নিহত আরমান মহেশখালীর সিপাহী পাড়ার হাফেজ রহিমের ছেলে। তিনি চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, এ ঘটনায় টেম্পুটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে ।
শেয়ার করুন