মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর একটি গান মেঘে ঢাকা আকাশ

শেয়ার করুন
আকাশ জুড়ে মেঘের খেলা,
সূর্যের দেখা নাই।
বিকট শব্দে আকাশ ডাকে,
ঘন ঘন বিদ্যুৎ চমকায়।
কালো মেঘে আকাশ ঢাকা,
হঠাৎ জোরে বৃষ্টি ঝরে।
পাখিরা হয় নীড়হারা,
গাছপালা নড়ে চরে।
বৃষ্টির সাথে দমকা হাওয়ায়,
ঘরে থাকা দায়।।ঐ
আকাশ জুরে মেঘের খেলা,
সূর্যের দেখা নাই।।ঐ
বৃষ্টির জলে ফসল ফলে,
আবার তা বেশি হলে।
ঘরবাড়ি রাস্তাঘাট ডুবে যায়,
পরতে হয় বন্যার কবলে।
ক্ষেতের ফসল ক্ষেতে পচে,
বজ্রাঘাত কৃষকের মাথায়।।ঐ
আকাশ জুড়ে মেঘে ঢাকা,
সূর্যের দেখা নাই।।ঐ
শেয়ার করুন