সুজুকি ডিলার কেডিএ মোটরসের চট্টগ্রামে শো রুম ও সার্ভিসিং সেন্টার উদ্বোধন

শেয়ার করুন
আজ ২৭ অক্টোবর বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র মুরাদপুর এলাকায় সুজুকি 3S ডিলার কেডিএ মটরস এর যাত্রা শুরু হলো। এখানে বাইকাররা সুজুকির সব মডেলের বাইক ক্রয় করতে পারবেন। এর পাশাপাশি বাইকারদের নিয়মিত স্বাস্হ্যবিধি মেনে উন্নত সার্ভিসিং প্রদানের জন্য কেডিএ মটরস-এ রয়েছে অভিজ্ঞ সার্ভিস ইঞ্জিনিয়ার, যেখানে বাইকাররা তাদের বাইক সংক্রান্ত সকল ধরণের সেবা উপভোগ করতে পারবেন।
কেডিএ মটরস এর উদ্বোধন করেন র্যানকন মটরবাইক-এর সিইও কাজী আশিক উর-রহমান। এ ছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অফ সেলস এ. কে. এম তৌহিদুর রহমান , হেড অফ মার্কেটিং মোহাম্মদ সামস উদ্দিন ও হেড অফ সার্ভিস শেখ মোঃ নোমান ইবনে হক প্রমূখ।
শেয়ার করুন