খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী জামালের মৃত্যুদন্ড

খাগড়াছড়ি প্রতিনিধি
ঘটনার চার বছরের মাথায় আদালত এই রায় ঘোষনা করেন।আসামি জামাল উদ্দিন (৪০) জেলার মাটিরাঙা উপজেলার কাজীপাড়া এলাকার মুন্সি সিরাজুল হকের ছেলে। রায় ঘোষণার পর আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি রায়ের তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে আপিল দায়ের করতে পারবে বলে জাানান আদালত। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবি এডভোকেট বিধান কানুনগো (পিপি) জানান, ২০০৮ সালে আসামি মো. জামাল উদ্দিন সাথে একই উপজেলার বাসিন্দা আবদুুুর রহিমের কন্যা মোছা. রিনা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ফাহিমা আক্তার (৫) নামে একটি কন্যা ও ইকবাল হোসেন (১০) নামে একটি
পুত্র সন্তান রয়েছে। পরবর্তীতে ২০১৬ সালের ২২ ডিসেম্বর পারিবারিক বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে নিজ ঘরে স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে।